ব্রাহ্মণবাড়িয়ায় স্বামীর ছুরিকাঘাতে জোৎস্না বেগম (৪৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ মে) সকালে সদর উপজেলার সুহিলপুর গ্রামের হিন্দুপাড়া মহল্লায় এ ঘটনা ঘটে। নিহতের স্বজনরা অভিযোগ করে বলেন, স্বামী ছত্তর মিয়া টাকার জন্য জোৎস্নাকে খুন করে পালিয়েছে।
এ বিষয়ে নিহতের মামা আব্দুল জব্বার বলেন, সোমবার জোৎস্না ব্যাংক থেকে তাদের জমানো এক লাখ ৪০ হাজার টাকা উত্তোলন করেন। কিন্তু ছত্তর মিয়া এ টাকাগুলো তাকে দিয়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। কিন্তু জোৎস্না সে টাকা দিতে চায় না। তারপর ভোরে ছত্তর টাকাগুলো নেয়ার জন্য জোৎস্নাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যা করেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আজকের বাজার/আরআইএস