যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় স্বামীর প্রেমিকাকে গুলি করে হত্যার পর আত্মহত্যা করেছেন এক নারী।
অঙ্গরাজ্যটির বৃহত্তম শহর ফিলাডেলফিয়ার উপকণ্ঠে একটি বাসায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জরুরি ফোন পেয়ে ওই বাসায় পৌঁছে দুই নারীর মরদেহ উদ্ধার করা হয়। এছাড়াও আগেই স্বামীকে এসএমএস পাঠিয়ে হত্যার পরিকল্পনার কথা জানিয়েছিলেন জেনির গেরাডো নামের ওই নারী বলেও জানায় পুলিশ।
এদিকে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জেনির গেরাডো তার স্বামীর প্রেমিকা মেরিডিথ চ্যাপম্যানের বাড়িতে ঢুকে অপেক্ষা করছিলেন। সন্ধ্যায় চ্যাপম্যান বাসায় পৌঁছালে তাকে গুলি করে হত্যার পর নিজে আত্মহত্যা করেন। এ ঘটনায় তার স্বামী মার্ক গেরাডোকে আটক করেছে পুলিশ।
আজকের বাজার/আরজেড