আলাদা হয়ে গেছেন ব্রিটিশ সঙ্গীত তারকা অ্যাডেল ও তার স্বামী সাইমন কনেকি।
পপ তারকার প্রতিনিধি বেনি তারান্তিনি এবং কার্ল ফিশ শুক্রবার অ্যাসোসিয়েটেড প্রেসকে দেয়া এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। খবর ইউএনবি।
ইমেইলে পাঠানো বিবৃতিতে বলা হয়, অ্যাডেল ও তার সঙ্গী আলাদা হয়ে গেছেন। তবে তারা তাদের ছেলেকে একসাথে ভালোবাসায় লালনপালনে প্রতিজ্ঞাবদ্ধ। বরাবরের মতো তারা ব্যক্তিগত গোপনীয়তা চেয়েছেন। এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।
অ্যাডেল ২০১২ সালে তাদের ছেলে অ্যাঞ্জেলোর জন্ম দেন।
গ্রেমি-জয়ী এ ব্রিটিশ সুপারস্টার তার সম্পর্ক নিয়ে নীরব ছিলেন। তবে ২০১৭ সালে গ্রেমি পুরস্কার গ্রহণের সময় তিনি কনেকিকে বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেন।
বিয়ে বিচ্ছেদের বিষয়ে কনেকির প্রতিনিধির কোনো বক্তব্য পাওয়া যায়নি।
আজকের বাজার/এমএইচ