প্রাণঘাতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়া রোগীদের বাঁচাতে ও সুস্থ করতে হাসপাতালে ২৪ ঘন্টাই লড়াই করে যাচ্ছেন বিশ্বের সকল চিকিৎসকরা। এ অবস্থায় স্বাস্থ্যকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন আর্জেন্টিনা ও বার্সেলানার অধিনায়ক লিওনেল মেসি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে চিকিৎসকের হাতে থাকা এক শিশুর ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘যারা স্বাস্থকর্মী হিসেবে কাজ করে যাচ্ছে তাদের প্রতি আমি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। কোভিড-১৯ থেকে আমাদের নিরাপদে রাখতে দীর্ঘদিন ও দীর্ঘরাত পরিবার থেকে দূরে আছেন সেসব অজ্ঞাতনামা নায়করা। এতসব কিছু সত্ত্বেও, তারা তাদের মহৎ অঙ্গীকার রেখে যাচ্ছেন প্রসূতি মহিলা, শিশু ও কিশোরদের সেবা ও নিরাপত্তা দিয়ে। তাদের সেবায় সকলে দ্রুত সুস্থ হয়ে উঠবে এই কামনা আমাদের সকলের।’ তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান