স্বাস্থ্যবিধি মেনে কারখানা চালু রাখতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত শ্রমিকরা অন্য এলাকায় যেতে পারবে না বলেও জানান তিনি।
এরইমধ্যে খোলা কারখানাগুলো স্বাস্থ্যবিধি মেনে চালু রাখা হচ্ছে কিনা সেই বিষয়ে পর্যালোচনা করতে বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী। যাতে যোগ দেন পোশাক মালিক ও শ্রমিকদের সংগঠনের নেতারা।
বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় কারখানা কর্তৃপক্ষকেই আইসোলেসন সেন্টারের ব্যবস্থা করতে হবে। একই সাথে কারখানা শ্রমিকদের করোনা টেস্ট করানোর বিষয়েও সহযোগীতা করার আহবান জানান মন্ত্রী।
তিনি জানান, কোনো কারখানায় আক্রান্ত বেশি হলে সেটি বন্ধ করে দেয়া হবে।