শনিবার দুপুরে, দুপুরে এফবিসিসিআই আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেছেন তারা। সংগঠনটির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিভিন্ন অ্যাসোসিয়েশন ও জেলা চেম্বারের ব্যবসায়ী নেতারা ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন।
ব্যবসায়ীরা বলেন, বেনাপোল-ভোমরা স্থলবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় দেশের বাজারে পণ্য সরবরাহে ঘাটতি হচ্ছে। এছাড়া রমজান উপলক্ষে রেস্টুরেন্টগুলোর শুধু পার্সেল সার্ভিস চালু করার পক্ষে মত দেন রেস্টুরেন্ট খাতের ব্যবসায়ীরা।
গণপরিবহন বন্ধ থাকায় দৈনিক ৪' শ কোটি টাকা লোকসান হচ্ছে বলে জানান ঢাকা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ।
করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে এনে যেসব দেশ অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করেছে, সেখানকার অভিজ্ঞতার আলোকে একটা সমন্বিত পরিকল্পনা তৈরির তাগিদ দেন এমসিসিআই সভাপতি নিহাত কবির।
অন্যদিকে, বিভিন্ন শিল্পাঞ্চলে ক্লাস্টার স্বাস্থ্যসেবার ব্যবস্থা করে উৎপাদন চালুর পরামর্শ দিয়েছেন এফবিসিসিআইর সাবেক সভাপতি মীর নাছির হোসেন। ব্যবসায়ীদের সাথে একমত পোষণ করেছেন অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর।
এদিকে, সীমিত আকারে পোশাক কারখানা চালু করতে চায় বিজিএমইএ।