লকডাউনেও চলবে অমর একুশে বইমেলা। প্রতিদিন বেলা ১২ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত এর কার্যক্রম চালু থাকবে।
আজ রোববার সংস্কৃতি মন্ত্রণালয়ের জেষ্ঠ্য সহকারী সচিব জেসমিন নাহার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের সংক্রামণের বর্তমান পরিস্থিতি এবং বর্তমান সরকারের লকডাউন নির্দেশনার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
উল্লেখ্য,করোনা ভাইরাস সংক্রামমণ বেড়ে যাওয়ায় আগামীকাল থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের লকডাউন। স্বাস্থ্যবিধি মেনে গত ১৮ মার্চ থেকে শুরু হয় অমর একুশে বইমেলা।