করোনাভাইরাসে চরম সংকটে পড়া ইন্দোনেশিয়া স্বাস্থ্য কর্মীদের তৃতীয় ডোজ টিকা দেবে। এক্ষেত্রে মডার্নার ভ্যাকসিন ব্যবহার করা হবে। দুই ডোজ টিকা নিয়েছেন এমন অনেক স্বাস্থ্য কর্মীর কোভিড-১৯ রোগে মৃত্যুর পর দেশটি এই সিদ্ধান্ত নিতে যাচ্ছে। শুক্রবার কর্তৃপক্ষ একথা জানায়। খবর এএফপি’র।
দক্ষিণপূর্ব এশিয়ার এ দেশ তাদের টিকাদান কর্মসূচির ক্ষেত্রে চীনের তৈরি সিনোভ্যাকের টিকার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। দেশটিতে ব্যাপক হারে ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় তারা এটি নিয়ন্ত্রণে আনতে লড়াই করে যাচ্ছে।
ইন্দোনেশিয়ার মেডিকেল অ্যাসোসিয়েশনের পরিসংখ্যান অনুযায়ী, কোভিড-১৯ রোগে প্রাণ হারানো এক হাজার স্বাস্থ্য কর্মীর মধ্যে এক ডজনেরও বেশি স্বাস্থ্য কর্মী পুরো দুই ডোজ টিকা নিয়েছিলেন। টিকা গ্রহণের পরও তারা করোনাভাইরাসে মারা যাওয়ায় সিনোভ্যাকের ব্যাপারে নতুন করে উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন বলেন, সরকার যুক্তরাষ্ট্রের বায়োটেক কোম্পানি মডার্নার তৈরি টিকা ব্যবহার করে দেশের ১৪ লাখ ৭০ হাজার স্বাস্থ্য কর্মীকে অতিরিক্ত এক ডোজ টিকা দেবে।
তিনি সংবাদ সম্মেলনে বলেন, ‘তৃতীয় ডোজ টিকা কেবলমাত্র স্বাস্থ্য কর্মীদের দেয়া হবে। কারণ প্রতি দিন ভাইরাসের উচ্চ মাত্রার ঝুঁকির মধ্যে থেকে তাদেরকে কাজ করতে হচ্ছে।’
ফলে ‘যেকোন মূল্যে তাদেরকে অবশ্যই সুরক্ষা দিতে হবে।’
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অনুদান দেয়া ৪০ লাখ মডার্নার ভ্যাকসিন আগামী কয়েক দিনের মধ্যেই ওয়াশিংটন থেকে ইন্দোনেশিয়ায় পৌঁছাবে। আর এর পরপরই স্বাস্থ্য কর্মীদের অতিরিক্ত ডোজ টিকা দেয়া শুরু করা হবে।
মডার্নার পক্ষ থেকে বলা হয়, তাদের তৈরি ভ্যাকসিন করোনাভাইরাসের সকল ধরনের বিরুদ্ধে ৯০ শতাংশ এবং এ ভাইরাসের মারাত্মক ধরনের ক্ষেত্রে এটি ৯৫ শতাংশ কার্যকর।
অপরদিকে করোনাভাইরাসের সকল ধরণ এবং মারাত্মক ধরণের বিরুদ্ধে সিনোভ্যাকের টিকা তুলনামূলকভাবে কম কার্যকর।