বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর পুনরায় পুরনো কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে।
আজ শনিবার দুপুর দেড়টায় তাকে বিএসএমএমইউ হাসপাতাল থেকে কড়া নিরাপত্তায় বেষ্টনিতে তাকে কারাগারের উদ্দেশ্যে নেওয়া হয়। দুপুর পৌনে ২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বকশিবাজাররের আলিয়া মাদ্রাসা রোড হয়ে খালেদা জিয়া গাড়িবহর রাজধানীর নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করে।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করে। এরপরে খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালের ২১২ নম্বর ভিআইপি কেবিনে রাখা হয়। রক্ত পরীক্ষা ও এক্সরেসহ তাঁর চিকিৎসায় গঠিত বিশেষ মেডিকেল বোর্ডের সুপারিতকৃত সব পরীক্ষা সম্পন্ন হয়।
কারাগারের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে হাসপাতালে অবস্থান করা নেতাকর্মীদের দূর থেকে হাত নেড়ে শুভেচ্ছা জানান। এসময় হাসপাতাল চত্ত্বরে অবস্থান করছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, যুগ্ম-মহাসচিব মাহবুব উদ্দিন খোকন প্রমুখ। তবে তাদের খালেদা জিয়ার কাছে যেতে দেওয়া হয়নি।
এছাড়া খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, ছোট মেয়ে জাহিয়া রহমান ও মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তাকে দেখতে হাসপাতালে আসলেও তাদের দেখা করতে দেওয়া হয়নি।
এর আগে সকাল সাড়ে ১১টার দিকে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর বিএসএমএমইউ হাসপাতালে প্রবেশ করে। খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর হাসপাতালের গেটে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তার গাড়িবহরে ঢল নামে নেতাকর্মীদের। পুলিশের নিরাপত্তা বেষ্টনির মধ্যেই হাসপাতালের গেটে খালেদা জিয়ার গাড়িবহরে যোগ দেয় নেতাকর্মীরা।
এস/