স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে দুটি বিভাগ করা হয়েছে। এর একটি ‘স্বাস্থ্য সেবা বিভাগ’, অপরটি ‘স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ’।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত বৃহস্পতিবার (১৬ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়কে দুই ভাগ করে আদেশ জারি করা হয়েছে। আদেশে বলা হয়েছে, রুলস অব বিজনেস অনুযায়ী প্রধানমন্ত্রী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়কে পুনর্গঠন করে এ দুটি বিভাগ গঠন করেছেন।
এখন দুই বিভাগে দুইজন সচিব নিয়োগ দেওয়া হবে। বর্তমানে মো. সিরাজুল ইসলাম স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। কাজের সুবিধার্থে দীর্ঘদিন ধরেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রম বিন্যস্ত করে দুটি বিভাগ করার বিষয়টি আলোচিত হচ্ছিল।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানা গেছে, স্বাস্থ্য সেবা বিভাগের মধ্যে থাকবে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (মেডিকেল কলেজ হাসপাতাল, সকল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিক), স্বাস্থ্য অধিদফতর, নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি অধিদফতর, ঔষধ প্রশাসন অধিদফতর, স্বাস্থ্য অর্থনীতি ইউনিট, ইলেকট্রো-মেডিকেল ইকুইপমেন্ট মেইন্টেন্যাস ওয়ার্কসপ এন্ড ট্রেনিং সেন্টার (নিমিউ অ্যান্ড টিসি) এবং যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা (টেমো)।
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে থাকবে মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং বিশেষায়িত চিকিৎসা প্রতিষ্ঠান। এ ছাড়া নার্সিং কলেজ ও ইনস্টিটিউট, পরিবার পরিকল্পনা অধিদফতর, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ কেন্দ্র, মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল, বাংলাদেশ নার্সিং কাউন্সিল এবং ইউনানী, আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক বোর্ড।
এর আগে গত বছরের ৩০ নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ে ‘মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ’ ও ‘কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ’ গঠন করা হয়।
এরপর গত ১৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘জন নিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ গঠন করা হয়।