স্বীকৃতি পেল বুবলি

বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলি বিশ্বব্যাপী জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্বীকৃতি পেয়েছেন।তার অফিশিয়াল ফ্যানপেজটি ভ্যারিফায়েড হয়েছে। বিষয়টি তার পেজের তত্ত্বাবধানে থাকা এডমিনের কাছ থেকে নিশ্চিত হওয়া গেছে। এছাড়া বুবলীর পেজে তার নামের পাশেও এখন নীল টিক চিহ্নটি দেখা যাচ্ছে।

পেজ ভ্যারিফায়েড হওয়ায় যেমন আনন্দিত বুবলীর ভক্তরা, তেমনি তিনি নিজেও উচ্ছ্বসিত। বুবলী জানান, এই অল্প সময়েই দর্শক আমাকে এতো ভালোবাসা দিয়েছেন, যা ভাষায় প্রকাশ করা সম্ভব না। তাদের জন্যই ভালো ভালো কাজের অনুপ্রেরণা পাই। এজন্য তাদের কাছে কৃতজ্ঞ। আশা করি তারা এভাবেই আমাকে ভালোবাসবে সবসময়।

বুবলী নামের পেজটিতে বর্তমানে অনুসারী রয়েছে ২ লাখ ৪৩ হাজারের বেশি। এর মাধ্যমে তিনি তার ভক্তদের সঙ্গে নিয়মিত সংযুক্ত থাকেন এবং প্রয়োজনীয় আপডেট জানান।

ঢালিউড সুপারস্টার শাকিব খানের নায়িকা হয়ে ২০১৬ সালে রাজকীয় অভিষেক হয় নায়িকা বুবলীর। ‘’বসগিরি’ ও ‘শুটার’ নামক দুটি ছবির মাধ্যমে ঢাকাই ছবির পর্দায় তিনি আসেন। এরপর আবারও একসঙ্গে মুক্তি পায় তার দুটি ছবি। ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবি দুটোতেও তার নায়ক ছিলেন কিং খান।

৪ টি ছবি দিয়েই দর্শকমহলে দারুণ জনপ্রিয়তা পান বুবলী। বর্তমানে মুক্তির অপেক্ষায় রয়েছে তার এবং শাকিব খানের নতুন ছবি ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’। এছাড়া বর্তমানে তারা শুটিং করছেন ‘সুপার হিরো’ ছবির।

এস/