জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সভাপতি শফিউল বারী বাবুকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে আটক করে নিয়ে গেছে একদল সাদা পোশাকধারী।
মঙ্গলবার ৬ মার্চ দুপুর ১২টার দিকে জাতীয় প্রেসক্লাবের ভেতর থেকে বাবুকে নিয়ে যাওয়া হয় বলে জানিয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ যুগ্ম-সাধারণ সম্পাদক কে এম নাজমুল ইসলাম।
তিনি জানান, বাবুকে নিয়ে যাওয়ার সময় প্রেসক্লাবের বাইরের সড়কে খালেদা জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন করছিলেন বিএনপির নেতাকর্মীরা। এর মধ্যেই প্রেসক্লাবের ভেতরে অবস্থানরত বাবুকে একদল সাদা পোশাকধারী ডিবি পরিচয়ে নিয়ে যায়।
আএম