প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আওয়ামী লীগের সহযোগী সংগঠন ও স্বেচ্ছাসেবী শাখা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের তৃতীয় জাতীয় কাউন্সিল উদ্বোধন করেছেন।
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা ও বেলুন উড়িয়ে এ কাউন্সিলের উদ্বোধন করেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন।
স্বেচ্ছাসেবক লীগের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক নির্মল রঞ্জন গুহ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, সংগঠনের তৃতীয় কাউন্সিল আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, মোট ১ হাজার ৯৭৫ জন কাউন্সিলর, ১৮ হাজার ডেলিগেট এবং ১৫ হাজার অতিথি কাউন্সিলে উপস্থিত থাকবেন।
তিনি বলেন, যথাযথভাবে কাউন্সিল অনুষ্ঠানে ১৩টি উপ-কমিটি গঠন করা হয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/এমএইচ