স্বৈরাচার ছিলেন না এরশাদ

ফাইল ছবি

জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ স্বৈরাচার ছিলেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, আমি স্বৈরাচার ছিলাম না, কেউ যদি দাবি করে থাকে তাহলে প্রমাণ হাজির করুক।

রাজধানীর বনানীতে দলের কার্যালয়ে জাতীয় পার্টিতে যোগদান অনুষ্ঠানে তিনি এ কথা করেন।

তিনি বলেন,  দিনে দিনে শক্তিশালী হচ্ছে জাতীয় পার্টি। মানুষকে সাথে নিয়ে, আগামীতে ক্ষমতায়ও আসবে।

তিনি আরও বলেন, জাতীয় পার্টি মানুষের জন্য রাজনীতি করে। হরতাল, হানাহানি আর অপঘাতের রাজনীতি জাতীয় পার্টি সমর্থন করে না।  আওয়ামী লীগ-বিএনপি কারো কাছেই দেশের জনগণ ভালো নেই। এ কারণে জনগণ আগামীতে জাতীয় পার্টির অতীত কাজ মূল্যায়ন করবে বলেও আশা প্রকাশ করেন এরশাদ।

আরএম/