স্মিথের ক্রীড়া সামগ্রী গ্যারেজে ফেলে দিলেন বাবা

বল টেম্পারিংয়ের ঘটনায় ছেলের এমন শাস্তি মেনে নিতে পারেননি স্মিথের বাবা পিটার। তাই ক্ষোভ-দুঃখে স্মিথের ক্রীড়া সামগ্রী বাড়ির গ্যারেজে ফেলে দিলেন বাবা পিটার।

অস্ট্রেলিয়ার গণমাধ্যম ‘সেভেন নিউজ’ নামে একটি চ্যানেলের ভিডিও ফুটেজে দেখা গিয়েছে স্মিথের সকল ক্রীড়া সামগ্রী গাড়ির গ্যারেজে ফেলে দিচ্ছেন পিটার, আর বলছেন, ‘সে ঠিক হয়ে যাবে, সে লড়াই করবে, সে লড়াই করবে।’

উল্লেখ্য, অস্ট্রেলিয়ার(সিএ) তদন্তে বেরিয়ে আসে বলটেম্পারিংয়ের গল্প।এ ঘটনায় জড়িত থাকার দায়ে স্মিথ- ওয়ার্নারকে ১ বছরের জন্য নিষিদ্ধ করে ক্রিকেট অস্টেলিয়া।

আজকের বাজার/আরজেড