স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট

ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদের স্মরণে সাভার স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেছেন। রোববার ২৮জানুয়ারি সকালে  এ পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে ছিলেন তিনি। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকসহ প্রেসিডেন্টের সফরসঙ্গীরা এসময় উপস্থিত ছিলেন। এরপর ধানমন্ডি ৩২ নম্বরে জাতিরজনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রেসিডেন্ট জোকো।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে আসা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বিপাক্ষিক বৈঠক হবে।

বৈঠক শেষে উভয় দেশের মধ্যে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। এরপর দুপুরে রোহিঙ্গা পরিস্থিতি দেখতে কক্সবাজার যাবেন তিনি।

আজকের বাজার:এসএস/২৮জানুয়ারি ২০১৮