স্মৃতিসৌধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন ভিয়েতনামের রাষ্ট্রপতি

বাংলাদেশে সফররত ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং সাভার স্মৃতি সৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। আজ সোমবার সকাল ৮টা ৪০ মিনিটের দিকে তিনি তার সহধর্মিনী গুয়েন থি হিয়েনকে সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় তিনি শহীদদের স্মৃতি স্মরণে কিছু সময় নীরবে দাড়িয়ে থাকেন। তিনবাহিনীর চৌকশ দল এসময় রাষ্ট্রীয় সালাম জানান।এরপর, ভিয়েতনামের রাষ্ট্রপতি স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এসময় উপস্থিত ছিলেন দুদেশের উর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রী প্রতিমন্ত্রীগণ।

এর আগে তিনি স্মৃতিসৌধের পাশে একটি গাছের চারা রোপন করেন। সেখান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২নম্বরে যাওয়ার কথা রয়েছে।

এছাড়াও তিনদিনের এ রাষ্ট্রীয় সফরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে ভিয়েতনামের রাষ্ট্রপতি ত্রান দাই কুয়াং এর।

আজকেরবাজার/এমকে