স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ উৎক্ষেপণ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।
মনিবার (১২ মে) মিছিলটি রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তন থেকে শুরু হয়ে মধুর ক্যান্টিনে গিয়ে শেষ হয় মিছিল।
একইসঙ্গে আগামীকাল ছাত্রলীগের সব ইউনিটে আনন্দ মিছিলের করার নির্দেশ দিয়েছেন সংগঠনটির সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। রোববার বেলা ১১টায় মধুর ক্যান্টিন থেকে আনন্দ মিছিল শুরু হবে।
ছাত্রলীগের সম্মেলনের সমাপ্তি দিনে ছাত্রলীগ সভাপতি এ ঘোষণা দেন।
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের কমিটি ঘোষণা নিয়ে এখনো নেতাকর্মীদের মধ্যে সমঝোতা হয়নি। ফলে দলীয় নেত্রীর দারস্থ হয়েছেন তারা।
কমিটির বিষয়ে সোহাগ বলেন, চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মাননীয় নেত্রী।
রাসেল/