মার্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স তিন দিন আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন বলে চিকিৎসকরা শুক্রবার নিশ্চিত করেছেন।
তারা আরো জানান, লাস ভেগাসের হাসপাতাল থেকে স্যান্ডার্সকে ছাড় করা হয়েছে। খবর এএফপি’র।
এদিকে ২০২০ সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য গঠিত তার প্রচারণা কেন্দ্রের এক বিবৃতিতে বলা হয়, ৭৮ বছর বয়সী স্যান্ডার্স জানিয়েছেন তিনি এখন ভাল অনুভব করছেন।
তার চিকিৎসকরা হৃদরোগে আক্রান্তের মেডিকেল টার্ম ব্যবহার করে এক বিবৃতিতে বলেছেন, ‘সেন. স্যান্ডার্সের মায়োকার্ডিয়াল ইনফার্কশন হয়েছিল।’
‘যথা সময়ে যথাযথভাবে বন্ধ হয়ে যাওয়া স্যান্ডার্সের হৃৎপিন্ডের একটি রক্তসঞ্চালক ধমমীতে দু’টি স্টেন্ট স্থাপন করা হয়েছে। তার অন্য সকল ধমনী স্বাভাবিক রয়েছে।’
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের জন্য প্রচারণা চালিয়ে যাওয়া স্যান্ডার্স মঙ্গলবার তার বুক ব্যাথা অনুভব করেন।
স্যান্ডার্স বলেন, ‘লাস ভেগাসে হাসপাতালে আড়াই দিন কাটানোর পর আমি এখন ভাল অনুভব করছি। স্বল্প সময় বিশ্রাম নেয়ার পর আমি আমার কর্মে ফিরতে পারবো বলে আশা করছি।’