স্যামসাং ইলেকট্রন্সি বাংলাদেশের ‘ওয়েডিং ক্যাম্পেইন’ বিজয়ী এস.এম.এ মাফি শুভ-এর কাছে ক্যাম্পেইনের মেগা গিফট একটি ব্র্যান্ড নিউ সেডান কার হস্তান্তর করছেন স্যামসাং ইলেকট্রন্সি বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিক্স-এর হেড অব বিজনেস ফিরোজ মোহাম্মদ।
শুভ ঢাকার মিরপুরের ট্রান্সকম শোরুম থেকে একটি মাইক্রোওয়েভ ওভেন কিনে এই ব্র্যান্ড নিউ সেডান কার জিতে নেন। এ সময় স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশ, ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, র্যাংগস এবং ফেয়ার ইলেকট্রনিক্স লিমিটেডের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।