বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের প্রতিষ্ঠাতা স্যার ফজলে হাসান আবেদের কুলখানি আগামীকাল অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে গুলশান সেন্ট্র্রাল মসজিদ (আজাদ মসজিদ)-এ বাদ আসর এক মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
দোয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য স্যার আবেদের আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
গত ২০ ডিসেম্বর শুক্রবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন স্যার ফজলে হাসান আবেদ। ২২ ডিসেম্বর রোববার আর্মি স্টেডিয়ামে সর্বস্তরের মানুষের শ্রদ্ধাজ্ঞাপন ও জানাজার পর তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান