স্যালুটের রহস্যের কথা জানালেন এবাদত

Bangladesh's Ebadot Hossain (R) celebrates the dismissal of India's Rohit Sharma during the first day of the second Test cricket match of a two-match series between India and Bangladesh at The Eden Gardens cricket stadium in Kolkata on November 22, 2019. (Photo by Dibyangshu SARKAR / AFP) / IMAGE RESTRICTED TO EDITORIAL USE - STRICTLY NO COMMERCIAL USE

সবশেষ ভারত সফরে ইন্দোর ও ইডেন টেস্টে উইকেট নেওয়ার পর টাইগার পেসার এবাদত হোসেনের স্যালুট জন্ম দিয়েছে আলোচনার। অনেকেই তার এই স্যালুট নিয়ে নানা মন্তব্য করেছেন। অবশেষে স্যালুটের রহস্য জানালেন এবাদত নিজে।

এই বিষয়ে এবাদত বলেন, ‘আমি বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরি করি যেহেতু, জানি কীভাবে স্যালুট দিতে হয়। আসলে স্যালুট দেওয়ার ব্যাপারে আমাকে প্রেরণা দিয়েছেন রিয়াদ ভাই। উনার সাথে ফার্স্ট ক্লাস খেলছিলাম। উনি তখন আমাকে বলেছিলেন- তুই উইকেট পাওয়ার পর কোনো সেলিব্রেশন করিস না। তুই একটা সেলিব্রেশন করতে পারিস, আমি শিখিয়ে দেই। যেহেতু বিমানবাহিনীতে চাকরি করিস, কীভাবে স্যালুট দিতে হয় তুই জানিস। উইকেট পাওয়ার পর স্যালুট দিয়ে সেলিব্রেশন করিস, দেখবি এটা একটা ব্র্যান্ড হয়ে যাবে একদিন।’

শেষ টেস্টে তাইজুলের অতি মানবীয় ক্যাচে শতক হাঁকানো কোহলি ফিরে যান এবাদতের বলে। এ প্রসঙ্গে এবাদত জানান, কোহলির উইকেট নেওয়ার স্বপ্নপূরণ হয়েছে তার। যদিও বল ডেলিভারি করে পরাস্ত করতে পারেননি।

আজকের বাজার/আরিফ