সৎবাবার সমালোচনা সহ্য করতে না পেরে বাদল(২১) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।
গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর কামরাঙ্গীরচরে সৎবাবার বাসায় স্ত্রীসহ বেড়াতে আসেন নিহত বাদল।সেখানেই নিজের শরীরে ছুরি দিয়ে আঘাত করেন।এরপর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
নিহত বাদলের স্ত্রী নাজমার বরাত দিয়ে কামরাঙ্গীরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন ফকির জানান, খালি হাতে স্ত্রীকে নিয়ে বেড়াতে আসায় নানা সমালোচনার মুখে পড়েন বাদল। একপর্যায়ে নিজেই পেটে ছুরিকাঘাত করেন তিনি। এ ঘটনার পর থেকে বাদলের সৎবাবা ও মা পলাতক।
বাদল আত্মহত্যা করছেন নাকি এটি হত্যা, তা পুলিশ তদন্ত করে দেখছে বলেও জানান ওসি।
আজকের বাজার/আরজেড