সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশে সড়কপথে এখনো কোথাও দুর্ভোগের চিত্র নেই। ঈদ পর্যন্ত স্বস্তিকর যাত্রা অব্যাহত থাকবে বলে আশা করছি। ঈদের পর কর্মস্থলে ফিরতেও কোনো অসুবিধায় পড়তে হবে না।
শনিবার বেলা ১১টায় রাজধানীর অন্যতম ব্যস্ত আন্তঃজেলা মহাখালী বাস টার্মিনালে পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, সড়কপথে এখনো পর্যন্ত কোথাও কোনো অভিযোগ পাওয়া যায়নি। গাজীপুর-টঙ্গী রুটে বৃষ্টির কারণে কিছুটা সংকট হবে বলে ভেবেছিলাম। কিন্তু বাস্তবে এ রুটে যান চলাচল স্বাভাবিক আছে।
তিনি বলেন, ভাড়ার ব্যাপারে যাত্রীদের সঙ্গে কথা বলেছি। যাত্রীরা কোনো অভিযোগ করেনি। এছাড়া সড়কে নিরাপত্তা জোরদার করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। চাঁদাবাজির প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
আজকের বাজার/এমএইচ