সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলায় ১১১ দফা সুপারিশ করেছে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিল। জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৬তম সভায় এসব সুপারিশ উপস্থাপন করা হয়।
বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে সুপারিশ প্রণয়নের জন্য চলতি বছর ১৯ ফেব্রুয়ারি ১৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খানকে এ কমিটির প্রধান করা হয়।
সেতুমন্ত্রী বলেন, সুপারিশগুলোর মধ্যে আশুকরণীয় ৫০টি, স্বল্পমেয়াদী ৩২টি এবং দীর্ঘমেয়াদী ২৯টি। এর মধ্যে সড়কে বিশৃঙ্খলার প্রধান কারণগুলো হলো, সড়ক ও সড়কে চলাচলের পরিবেশ, অদক্ষ চালক, ত্রুটিপূর্ণ যানবাহন, চালকের অসর্তকতা, সড়ক নির্মাণে প্রকৌশলগত ত্রুটি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অধীনস্থ দফতর বা সংস্থার মধ্যে দায়িত্ব পালনে অনীহা অন্যতম।
এছাড়াও যানবাহন ও সড়ক ব্যবহারকারী তথা চালক, যাত্রী ও পথচারীসহ সবার অসচতেনতা, সড়কের পাশে বসবাসরত জনগণের অসচতেনতাও সড়কে বিশৃঙ্খলার কারণ।
প্রতিবেদন অনুযায়ী, সুপারিশগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সড়ক নিরাপত্তা বিষয়ক সচেতনতা ও শিক্ষা , প্রচার প্রচারণা,মহাসড়কের প্রকৌশলগত বিষয়াদি, কারিগরি দিক, রাস্তার উপর বিভিন্ন স্থাপনা ও রাস্তার দুপাশে বৃক্ষ রোপন, বাস স্টপেজ, ডিভাইডার লেন, লেভেল ক্রসিং, মহাসড়কের সঙ্গে গ্রামীণ রাস্তার সংযোগ।
আজকের বাজার/এমএইচ