দিনভর বর্ষণ শেষে রাতে জলাশয় ছেড়ে সড়কে অসংখ্য কৈ মাছ। শহরতলী ও গ্রামগঞ্জের পুকুর-খাল-নালাসহ বিভিন্ন জলাশয় থেকে ডাঙায় ওঠে আসা এসব কৈ মাছ ধরেন স্থানীয়রা।
স্থানীয় সুত্রে জানা যায়, সকাল থেকে শুরু করে রাত অবধি একটানা বৃষ্টি ছিল কুমিল্লায়। অতিরিক্ত বর্ষণের কারনে জেলার বিভিন্ন এলাকায় জলাশয় ছেড়ে ডাঙায় আসে কৈ মাছ।
সড়কে ওঠে আসা মাছ ও বৃষ্টির পানি জমে থাকা ফসলি জমিতেও কৈ, টাকি, শিংসহ বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ দলবেঁধে ধরতে দেখা গেছে মানুষজনকে।
এছাড়া উপজেলা সরকারি কোয়ার্টারের আশপাশে ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তাকেও মাছ কুড়াতে দেখা যায়। এ সময় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জালাল হোসেনকেও মাছ ধরতে দেখা যায়।
আজকের বাজার/আর আই এস