চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় সড়কে গাছ ফেলে ডাকাতির সময় লাখ টাকা লুটসহ ডাকাতদের অস্ত্রের আঘাতে চার গরু ব্যবসায়ী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আলমডাঙ্গা উপজেলার বন্ডবিল-মাদারহুদা সড়কে শনিবার রাতে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)আশিকুর রহমান জানান, আলমডাঙ্গা উপজেলার নতিপোতা গ্রামের ৮-১০ ব্যবসায়ী কুষ্টিয়ার বালুপাড়া হাটে গরু বিক্রি করে লাটাহাম্বারযোগে(শ্যালোইঞ্জিনচালিত গাড়ি)রাতে নিজ গ্রামে ফিরছিলেন। বন্ডবিল-মাদারহুদা সড়কের কবরস্থানের কাছে পৌঁছালে হঠাৎ তারা ডাকাতদলের কবলে পড়েন। এসময় সড়কে গাছ ফেলে ব্যারিকেড দিয়ে ১০-১২ জন মুখোশধারী ডাকাত ব্যবসায়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে। পরে তাদের কাছ থেকে প্রায় ৩ লাখ টাকা লুট করে ডাকাতরা পালিয়ে যায়।
পরে ব্যবসায়ীদের চিৎকারে গ্রামবাসী এসে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ডাকাতির খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশের বেশ কয়েকটি দল ঘটনাস্থলে পৌঁছে। ডাকাতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানান ওসি। সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান