বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
সড়কে গেল বাপ-ছেলের প্রাণ
প্রকাশিত - এপ্রিল ২২, ২০১৮ ১:২২ পিএম
ময়মনসিংহের ভালুকায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।
নিহত দুইজন হচ্ছেন, কাদির মাস্টার (৬৫) এবং তার ছেলে জুয়েল খান। তাদের বাড়ি উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি গ্রামে।
আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের নিশিন্দা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ বলেন, একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিক থেকে ময়মনসিংহগামী আরেকটি কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এসময় ঘটনাস্থলেই প্রাইভেটকারের যাত্রী পল্লি চিকিৎসক কাদির মাস্টার (৬৫) নিহত হন। প্রাইভেটকারে থাকা তার তিন ছেলে জুয়েল খান, বাছির খান, বিপ্লবখান ও ড্রাইভার গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করলে জুয়েল মারা যান।
আজকের বাজার/একেএ
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.