দেশের সড়ক-মহাসড়কে রক্তপাত ও প্রাণহানি বন্ধে ১১ দফা দাবিতে মানববন্ধন করেছে দীপ্ত স্লোগান নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
বৃহস্পতিবার জাতীয় জাদুঘরের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
দাবিগুলোর মধ্যে রয়েছে- ঈদের আগেই মহাসড়ক চলাচল উপযোগী করে তোলা, ঈদ সার্ভিস চালুর আগেই চালক এবং সহকারীদের সড়ক নিরাপত্তা এবং ট্রাফিক আইন বিষয়ে যথাযথ প্রশিক্ষণ দেয়া, ফিটনেস বিহীন যানবাহন মহাসড়কে চলতে না দেয়া, রাজধানীসহ অন্যান্য মহানগর সিগন্যালে পর্যাপ্ত ট্রাফিক পুলিশ মোতায়েন, উল্টো পথে চলাচলকারীদের শাস্তির আওতায় আনা, গণপরিবহনে নারীদের যৌন হয়রানি বন্ধ এবং নিপীড়কদের কঠোর শাস্তি নিশ্চিত করা, ফুট ওভারব্রিজ এবং আন্ডারপাস প্রয়োজনীয় মেরামত ও পরিচ্ছন্ন করে চলাচল উপযোগী এবং জনসাধারণকে তা ব্যবহারে উৎসাহী ও বাধ্য করা, রাতে চলাচল নির্বিঘ্ন করতে সড়ক বাতি মেরামত ও স্থাপন এবং পথচারীদের চলাচলের সুবিধার্থে ফুটপাত দখল মুক্ত করা এবং সড়কে হতাহতদের পরিবারকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত আর্থিক সহায়তা নিশ্চিত করা।
মানববন্ধনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, প্রতিনিয়ত সড়কে অসংখ্য মানুষের মৃত্যু মেনে নেয়া যায় না। একটু অসাবধানতায় ঝরে যাচ্ছে শত শত তাজা প্রাণ। নিঃস্ব হচ্ছে শত শত পরিবার। সড়ক দুর্ঘটনার নামে এসব হত্যাকাণ্ড এখনই বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে যেমন যথাযথ ব্যবস্থা নিতে হবে, তেমনি পথচারী এবং যাত্রীদেরও ট্রাফিক আইন মেনে সতর্কতার সঙ্গে চলাচল করতে হবে।
মানববন্ধনে সংগঠনের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরেন দীপ্ত স্লোগানের আহ্বায়ক সাখাওয়াত আল আমিন।