সড়কে প্রাণ গেল আরও দুই জনের

প্রতীকী ছবি

ঈদ শেষে কর্মস্থলে ফেরার সময় দেশের বিভিন্ন স্থানে শনিবার সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় ৫২ জন। এ ঘটনায় আহত হয় দেড় শতাধিক যাত্রী। মর্মান্তিক এ ঘটনার একদিন পরই সড়ক কেড়ে নিল আরও ২টি প্রাণ।

রোববার (২৪ জুন) সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হরিনচড়া এলাকায় যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় প্রাণহানীরএ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন  আরও ১৫ জন।

আহতদের স্থানীয় ক্লিনিক ও সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, চাপাইনবাবগঞ্জ থেকে ‘আরপি স্পেশাল’ নামে যাত্রীবাহী একটি বাস মহাসড়কের হরিনচড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলেই পৌঁছে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। মরদেহ ও দুর্ঘটনা কবলিত বাস ও পিকআপ ভ্যান থানা হেফাজতে রয়েছে বলে জানান তিনি।

এর আগে গতকাল শনিবার ঈদ শেষে কর্মস্থলে ফেরতকালে সড়ক দুর্ঘটনায় সারা দেশে ৫২ জন নিহত হন। আহত হন কমপক্ষে ১৫০ জন। এর মধ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলাতেও বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও তার সহকারী নিহত হন। আহত হন আরও ২০ বাসযাত্রী।

রাসেল/