সড়কে প্রাণ গেল বশেমুরবিপ্রবি কর্মচারীর

কুমিল্লা জেলা- যুগান্তর

যাত্রীবাহী বাসের চাপায় প্রাণ গেল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  কর্মচারী অংশু বিশ্বাসের (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। অংশুর বাড়ি সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।

বুধবার (১৬ মে) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের সদর উপজেলার গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

তিনি বলেন, ঢাকাগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস সকাল ৮টার দিকে ঘটনাস্থলে আসার পরই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।  সেখানে দাঁড়িয়ে থাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন কর্মচারীকে চাপা দিয়ে বাসটি একটি দোকানের ভিতর ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলে অংশু বিশ্বাস নিহত হন্য। এতে বাসের যাত্রীসহ আরও দশ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

রাসেল/