সড়ক উন্নয়নে আখ চাষিদের আর কর নয়

সড়ক উন্নয়নে আখ চাষিদের কর না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাস্তবতা বিবেচনায় চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইন-২০১৭ স্থগিত করা হয়েছে। ফলে আখ চাষিদের উপর থেকে করের বোঝা নেমে গেল।

১৩ নভেম্বর সোমবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইন-২০১৭ এর খসড়া উত্থাপন করা হয়। বিশদ পর্যালোচনা করে আইনটি রহিত করা সিদ্ধান্ত হয় বলে বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম জানান।

উল্লেখ, প্রতিমণ আখে কৃষি কলেজ ও রাস্তাঘাট উন্নয়নে আড়াই টাকা এবং প্রতিগাড়ি আখের মোট মূল্যে যে পয়সা আসে তা কেটে নেওয়া হয় চাষি কল্যাণ সমিতির ফান্ড। এছাড়া প্রতিগাড়ি আখের জন্য সিউর ক্যাশের জন্য কেটে নেওয়া হয় ১০ টাকা।

তিনি বলেন, চিনি (রাস্তাঘাট উন্নয়ন উপকর) আইনটি অনেক পুরানো। ১৯৬০ সালে পাকিস্তান আমলের একটি অর্ডিনেন্স। আইনে বলা হয়েছে, সুগারমিল এলাকায় রাস্তাঘাটের উন্নয়নের জন্য চিনিকল সংশ্লিষ্টদের কাছ থেকে উপকর নেওয়া হবে। কিন্তু বাস্তবে দেখা গেছে চিনিকল এলাকায় যেসব রাস্তাঘাট রয়েছে তার উন্নয়ন করছে স্থানীয় সরকার, পানিসম্পদ উন্নয়নসহ সরকারের বিভিন্ন সংস্থা।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, পাকিস্তান আমলের এই আইনটি বর্তমানে কার্যকর না। কৃষকদের হয়রানির কথা চিন্তা করে আলোচনা পর্যালোচনা শেষে আইনটি চূড়ান্ত অনুমোদন না দিয়ে স্থগিত করার সিদ্ধান্ত মন্ত্রিসভা। আইনটি নতুন করে সংসদে পাস করা হবে।

আজকের বাজার:এলকে/এলকে ১৩ নভেম্বর ২০১৭