দিনাজপুর-রংপুর মহাসড়কের বড়ইল বটতলী এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ওপর উঠে রিকশা চালক দীন মোহাম্মদ (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয় জন। রোববার সকাল পৌনে ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় দিনাজপুর-রংপুর, দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়ক দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
আহতরা মধ্যে তিন জনের নাম জানা যায়। তারা হলেন- জিত (১৫), নুরুজ্জামান (১৬) ও রুবেল (৩০)। তাদেরকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সুত্রে জানা যায়, ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী হক এন্টার প্রাইজ নামে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে থাকা রিকশা ও চায়ের স্টোলে উঠে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দীন মোহাম্মদ মারা যান। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতের মধ্যে জিতের অবস্থার অবনতি হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আজকের বাজার/আর আই এস