সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(চুয়েট)শিক্ষার্থী তাহমীদুল ইসলাম চৌধুরী মারা গেছেন। সোমবার সকালে চট্টগ্রাম নগরীর জিইসি মোড় সংলগ্ন মেডিকেল সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত তাহমীদুল চুয়েটের কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী উপজেলার বৈলছড়ি গ্রামে।
চুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক মশিউল হক জানান, গত শনিবার রাতে কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার লিচুবাগান এলাকায় সিএনজি অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে তাহমিদসহ ৪ জন গুরুতর আহত হন। পরে আহত অবস্থায় তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রাতেই ফয়সাল কবির নামে একজনের মৃত্যু হয়। পরে আহত তাহমীদুল ইসলাম, কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ার নামে অপর তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।
সূত্র-ইউএনবি
আজকের বাজার/আখনূর রহমান