সড়ক দুর্ঘটনায় আহত তাসকিন

জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ চোটের কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে। এরই মধ্যে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তাসকিন।

তাসকিন ফেজবুকে লিখেছেন, আমি এবং জনি আহমেদ (বন্ধু) রিকশা করে যাচ্ছিলাম। হঠাৎ একটি প্রাইভেটকার এসে পিছন থেকে রিকশায় মেরে দিলো। জনিও পড়লো তার উপরে আমি পড়লাম। ওর উপরে পড়ায় বেশি ব্যথা পাইনি।

তিনি বলেন, কয়দিন ধরেই হালকা-পাতলা বেথা পাওয়ার উপরেই আছি। সবগুলোকেই ফাঁড়া হিসাবে ধরলাম। ইনশাআল্লাহ সব ঠিক হয়ে যাবে। ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছো এটা আমার বিশ্বাস।

শুধু ইনজুরি নয়, পারফরম্যান্সের কারণেও বর্তমানে বেশ খারাপ সময় পার করছেন তাসকিন। সম্প্রতি বোর্ড চুক্তি থেকেও বাদ পড়েছেন জাতীয় দলের এ পেসার।

এস/