সড়ক দুর্ঘটনায় আহত ভারতীয় ক্রিকেটার সামি

সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে জি নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।

জি নিউজ তাদের প্রতিবেদনে জানায়, আজ রোববার সকালে নিজের গাড়িতে করে দেহরাদূন থেকে দিল্লি যাচ্ছিলেন সামি। সে সময়ই দুর্ঘটনার মুখে পড়েন তিনি। দুর্ঘটনায় মাথায় সামান্য চোট পেয়েছেন সামি। মাথায় কয়েকটা সেলাইও পড়েছে। আপাতত তিনি দেহরাদূনেই আছেন।

সামির সঙ্গে তার স্ত্রী হাসিন জাহানের বেশ কিছু দিন ধরেই পারিবারিক অশান্তি চলছে। থানা, পুলিশ, আদালত থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড এবং শেষে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন হাসিন।

আইপিএলে পরিচয় থেকে প্রণয়। এর পর ২০১৪ সালে হাসিনকে বিয়ে করেন সামি। হাসিন পেশায় একজন মডেল। তাদের সংসারে একটি কন্যাসন্তানও রয়েছে।

এস/