স্থপতি, নাট্যকার শাকুর মজিদ সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। ১৬ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে পাঁচটার দিকে সিলেট বিমানবন্দরের রাস্তায় এক দুর্ঘটনায় পড়েন।
শাকুর মজিদের স্ত্রী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হোসনে আরা জলি জানিয়েছেন, দুর্ঘটনায় শাকুর মজিদের বাম হাতের চার জায়গার হাড় ভেঙে গেছে। এ ছাড়া তিনি শরীরের বিভিন্ন জায়গায় চোট পেয়েছেন।
হোসনে আরা জলি বলেন, ‘দুর্ঘটনার সময় শাকুর মজিদ একটি সিএনজি অটোরিকশায় ছিলেন। তিনি সিলেট থেকে ঢাকায় উদ্দেশে আসছিলেন। এ সময় ওসমানী বিমানবন্দরের দিকে যাওয়ার পথে মালনিছড়া চা বাগানের সামনে এলে তাকে বহনকারী সিএনজির সঙ্গে প্রাইভেট কারের সংঘর্ষ হয়।’
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনার পর আজ বুধবার তাকে ঢাকায় আনা হয়। বর্তমানে ঢাকা মেট্রোপলিটন হাসপাতালে তার চিকিৎসা চলছে। তার ভাঙা হাতে আগামীকাল বৃহস্পতিবার অস্ত্রপচার করা হবে। এখন তিনি শংকামুক্ত রয়েছেন।’
আজকের বাজার: সালি / ১৭ জানুয়ারি ২০১৮