কুষ্টিয়া সদর উপজেলার ভিত্তিপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ৩৭ জন শিক্ষার্থী, দুজন শিক্ষকসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।
আহত দুই শিক্ষক হলেন- বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক ধনঞ্জয় কুমার ও মুরশিদ আলম।।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে নওগাঁ থেকে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাক ওভারটেক করার সময় পাশের একটি গাছের সাথে ধাক্কায় শিক্ষার্থী ও শিক্ষকদের বহনকারী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে। এতে অন্তত ৪০ জন আহত হয়।
আহতদের মধ্যে বাস চালকসহ ১২ জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে এবং অন্যদেরকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে প্রেরণ করা হয়।
প্রসঙ্গত, ফিল্ডওয়ার্কের জন্য বুধবার ইবি’র শিক্ষার্থী ও শিক্ষকরা নওগাঁ গিয়েছিলেন।