নড়াইল-লোহাগড়া সড়কের সদর উপজেলার মুলদাইড় নামক স্থানে গতরাতে যাত্রীবাহী বাসচাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তার বয়স আনুমানিক ৬০ বছর বলে জানিয়েছে পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুলদাইড় এলাকায় একটি যাত্রীবাহী বাস ওই বৃদ্ধকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাকে নড়াইল সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তি বাইসাইকেল চালাচ্ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন আরো বলেন, এ দুর্ঘটনায় বাসটিকে জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে।