সড়ক দুর্ঘটনায় গাজীপুরে ট্রাকচালক নিহত

গাজীপুরে মিরেরবাজার এলাকায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে এক ট্র্রাকচালক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শুক্রবার সকাল ৬টার দিকে মিরেরবাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ট্রাকচালকের নাম মোখর উদ্দিন (৪০)। তিনি শরীয়তপুরের নড়িয়া থানার দিনারা এলাকার আয়েজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহতরা হলেন, মিজানুর ইসলাম, মো. হালিম ও খোকন মিয়া।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মিরেরবাজার এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ বাইপাস সড়কে গাজীপুর চৌরাস্তাগামী একটি বাসের সঙ্গে বিপরিতগামী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকচালক মোখর উদ্দিনসহ চারজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল নেয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক ট্রাকচালক মোখর উদ্দিনকে মৃত ঘোষণা করেন।

আজকের বাজার/ এমএইচ