চট্টগ্রামের সীতাকুণ্ডে বাঁশবাড়িয়াস্থ ইউনিটেক্সের সামনে মহাসড়কে দুর্ঘটনায় রবিবার দুপুরে হাইওয়ে পুলিশের এক এসআই নিহত হয়েছেন। এঘটনায় নোমান নামে এক কনস্টেবলও আহত হয়েছেন।
নিহত বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান (৪৬) কুমিল্লা জেলার দক্ষিণ সদর থানার ডুবুরিয়া গ্রামের মৃত তফাজ্জল রহমানের ছেলে।
বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মিজান জানান, সকাল সাড়ে ৬টার দিকে বাড়বকুণ্ড বাজারে সবজি নামানোর সময় দাঁড়ানো একটি ট্রাককে আরেকটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় এসআই মাহবুবুর রহমান কাভার্ডভ্যানটিকে ধাওয়া করে।
বাঁশবাড়িয়া এলাকার ইউনিটেক্স মিলের সামনে কাভার্ডভ্যানটি থামালে পরে চট্টগ্রামগামী অপর একটি ট্রাক কাভার্টভনটিকে পেছন থেকে ধাক্কা দিলে কাভার্ডভ্যানের সামনে থাকা এসআই মাহবুব গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।