ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে বৃহস্পতিবার সকালে সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।
ভারতের পুলিশ কর্তৃপক্ষ জানায়, যাত্রীবাহী একটি বাসের চাকা বিস্ফোরিত হলে, চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে পাঁচ জন নারী রয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত জানা যায়নি।
আজকের বাজার/এমএইচ