জেলার লালপুরে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেল আরোহী অপর এক যুবক আহত হন। সোমবার রাত সাড়ে ১১টার দিকে লালপুর উপজেলার ওয়ালিয়া শিমুলতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
মৃত জালাল উদ্দিন (২৬) বাগাতিপাড়া উপজেলার শেখপাড়া গ্রামের শাহ আলমের ছেলে এবং শরিফ হোসেন (২৫) লালপুর উপজেলার ধুপইল গ্রামের মাজরুল ইসলামের ছেলে। আহত হাফিজ (২৫) ধুপইল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তাকে উদ্ধার করে প্রথমে দয়ারামপুর মজুমদার ক্লিনিকে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
পুলিশ ও ফায়ার স্টেশন সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে তিন বন্ধু জালাল, শরীফ ও হাফিজ ওয়ালিয়া বাজার থেকে ধুপইল গ্রামে নিজ বাড়িতে ফিরছিলেন। পথে শিমুলতলা এলাকায় মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের দুই আরোহী জালাল উদ্দিন ও শরীফ ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে দয়ারামপুর ফায়ার স্টেশন কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে ।
ওয়ালিয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই মঞ্জুরুল ইসলাম দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।