নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা ইউনিয়নের ঝাউসি এলাকায় সিএনজি চালিত অটোরিকশা ও কাভার্ট ভ্যানের সংঘর্ষে মাহমুদুল হক সুজন নামে এক যাত্রী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন চালক সহ আরো ৫ জন।
রোববার (৩ জুন) বিকাল সাড়ে তিনটায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুজন ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বাসিন্দা।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত মাহমুদুল হক সুজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জানা যায়, নেত্রকোনা থেকে একটি অটোরিকশা যাত্রী নিয়ে ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় অটোরিকশাটি সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের ঝাউসি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ট ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়।
আজকের বাজার/আরআইএস