ফেনীর দাগনভূঞায় অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন।
নিহত রুবেল (২৫) দাগনভূঞার ইয়াকুবপুর ইউনিয়নের বরইয়া গ্রামের মো. সুমনের ছেলে।
বৃহস্পতিবার সকালে ফেনী-নোয়াখালী মহাসড়কের রামনগর ইউনিয়নের রুপনগর কাবাব হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাম্বুলেন্স ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্সের হেলপার মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।
দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) সালেহ আহাম্মদ পাঠান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।