সড়ক দুর্ঘটনায় বশেমুরবিপ্রবির দুই শিক্ষার্থী আহত

প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলায় যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে উল্টে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।

রোববার, ৮ এপ্রিল সকাল ১০টায় গোপিনাথপুরে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তন্দ্রা মনি ও কৃষি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী জোবায়রা দিতি। তাদের তাৎক্ষণিক গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. উর্মি হক জানান, রোগীদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। বর্তমানে তারা আশংঙ্কামুক্ত। এদের মধ্যে তন্দ্রামনি মাথা, হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছে। তাকে সার্বক্ষণিক চিকিৎসা দেয়া হচ্ছে।

শামস/রাসেল