দিনাজপুরের খানসামায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আহসান হাবীব লিয়ন (২৩) নামে এক বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। আহতদের একজন মো. একরামুল হক (৩৮) । অপর ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
নিহত মো. আহসান হাবীব লিয়ন উপজেলার খামারপাড়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের মো. মতিউর রহমানের ছেলে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় দ্য পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের শেষ বর্ষের ছাত্র। আহত মো. একরামুল হক একই গ্রামের মো. আবদুল জলিলের ছেলে। এ ঘটনায় অপর আহত আরএফএল কোম্পানির বিক্রয় প্রতিনিধি বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
সোমবার রাত ২টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় লিয়ন।
স্থানীয় সাংবাদিক মো. নুরনবী ইসলাম জানান, সোমবার বিকেলে মো. আহসান হাবীব লিয়ন প্রতিবেশী মো. একরামুল হককে সাথে নিয়ে মোটরসাইকেলে বাজারে যাচ্ছিল। পথে ডাঙ্গাপাড়া সাঁওতালপাড়া মোড়ে বিপরীতমুখী একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। তাদের অবস্থার অবনতি হলে রাতেই ৩ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টায় মো. আহসান হাবীব লিয়ন মারা যায়।
খানসামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নজমুল ইসলাম জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজকের বাজার: আরআর/ ০৪ জুলাই ২০১৭