সড়ক দুর্ঘটনায় ভারতে ১১ জন নিহত

ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় অন্তত ১১ জন নিহত হয়েছে। এদের মধ্যে সাত নারী ও দুই শিশু রয়েছে।
রোববার স্থানীয় গণমাধ্যমে একথা বলা হয়েছে। খবর বার্তা সংস্থা সিনহুয়া’র।
শনিবার রাতে রাজ্যের চন্দ্রপুর জেলায় একটি ট্রাক ভ্যানগাড়িকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। ভ্যানগাড়িতে ১৫ যাত্রী ছিল। গাড়িটি কোরপানা-ওয়ানি সড়ক দিয়ে যাচ্ছিল।
পুলিশ জানায়, এই ঘটনায় এক বছর বয়সী এক শিশু অক্ষত রয়েছে।
এক পুলিশ কর্মকর্তা বলেন, আহতদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাকের চালক পালিয়ে গেছে।