জেলার সিরাজদিখান উপজেলায় আজ দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক ইসলাম (৩০) নামে এক মোটরসাইকেল আরোহি নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার দুপুর ২টার দিকে সিরাজদিখান উপজেলার ঢাকা-নবাবগঞ্জ সড়কের মরিচা ব্রীজের উপরে এ ঘটনা ঘটে।
নিহত অণিক ঢাকার কেরাণীগঞ্জের গুয়ালখালী গ্রামের নজরুল ইসলামের পুত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামি একটি মোটরসাইকেলের সাথে বিপরীত দিকে থেকে আসা আরেকটি মোটর সাকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চারজন আহত হন। গুরতর আহত অনিককে কেরাণীগঞ্জের লেবুয়ান হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। বাকী তিনজনকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মোটরসাইকেল দুর্ঘটনায় একব্যক্তির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে শেখরনগর তদন্ত কেন্দ্রের সহকারি উপপরিদর্শক (এএসআই) শহীদুল ইসলাম বলেন, আহত তিনজনকে মিটফোর্ড হাসপাতালে নেওয়া হয়েছে। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান