গাজীপুরে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন হযরত (৩৫) নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে।
বুধবার ২২ নভেম্বর গাজীপুর সিটি করপোরেশনের মৈরান এলাকায় ঢাকা বাইপাস সড়কে এই দুর্ঘটনা ঘটে। এতে মিনহাজ আহমেদ (২৮) নামে আরেক সাংবাদিক আহত হন। তিনি গাজীপুর কণ্ঠ অনলাইন পত্রিকার স্টাফ রিপোটার।
নিহত জয়নাল স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক ছিলেন। তিনি শেরপুরের শ্রীবর্দী থানার ঘড়িয়ারচর এলাকার মকবুল হোসেনের ছেলে। জয়নাল গাজীপুর সিটি করপোরেশনের রওশন সড়ক এলাকায় বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারা দুইজন মোটরসাইকেলযোগে গাজীপুর জেলা শহর থেকে মিরেরবাজার যাচ্ছিলেন। পথে মৈরান এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় মিনহাজকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বিনয় কুমার সরকার জানান, নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আজকের বাজার: আরআর/ ২২ নভেম্বর ২০১৭